Ramadan Offer 50% Live
Ends in
এফ-কমার্স মার্কেটিং কি?
ফেসবুক কমার্সের সংক্ষিপ্তরূপ হচ্ছে এফ-কমার্স। ইন্টারনেটের সহায়তায় ফেসবুক-কে ব্যবহার করে ফেসবুক পেজ তৈরির মাধ্যমে যে ব্যবসা করা হয় বা ব্যাবসায়িক সেবা প্রদান করা হয় তাকে এফ-কমার্স বলা হয়। এফ-কমার্স এর মাধ্যমে যেকোনো ব্যবসার প্রসার ও প্রচার অনেক দ্রুত করা যায়। বর্তমান সময়ে এফ-কমার্স এর মাধ্যমে অনেকেই নিজ নিজ জায়গা থেকে সফলতা লাভ করছে।
বর্তমান যুগে এফ-কমার্সের গুরুত্ব অপরিসীম।
যেকোনো বয়সী মানুষের সফলতার জন্যে এফ-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব বিমোচনে এফ-কমার্সের অবদান অনেক। নিজেকে স্বাবলম্বী করে তুলার জন্য যেকোনো শ্রেণীর, যেকোনো বয়সী মানুষ এফ- কমার্সের সহায়তা নিচ্ছে।
এফ-কমার্সের সহায়তায় একজন নারী খুব সহজেই আত্মনির্ভরশীল হতে পারে। একজন নারী খুব সহজেই তার ব্যবসা অনলাইনে এফ-কমার্স এর মাধ্যমে পরিচালনা করতে পারে।
স্বল্প পুঁজিতে অনলাইন ব্যবসা করার জন্যে এফ-কমার্স অনেক বড় বিজনেস প্লাটফ্রম। খুব সহজেই যে কেউ তার অনলাইন বিজনেস পরিচালনা করতে পারবে।
অনেকের বিজনেসের জন্য আলাদা করে দোকান ভাড়া করার মতন সামর্থ থাকে না। এফ-কমার্স সেই দোকান বা মার্কেট খরচ টা বাঁচিয়ে দেয়।
স্বল্প খরচে বিজনেসের প্রসার - প্রচার, বিক্রয়ের করার সুযোগ এফ-কমার্স এর মাধ্যমে পাওয়া যায় বলে, এফ-কমার্স অনেক লাভজনক।
প্রাত্যহিক ব্যস্ততার কারণে মার্কেটে গিয়ে কেনাকাটা অনেক সময় দুর্ভোগের বিষয়। এফ- কমার্সের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন পণ্য কেনা - বেচা করার কারণে অনেক সময় বেঁচে যায়।
এফ-কমার্স মার্কেটিং কেন প্রয়োজন?
সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং এর মধ্যে একটি হচ্ছে এফ- কমার্স মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং। বর্তমানে ফেসবুক সোশ্যাল মিডিয়া কে কেন্দ্র করে যুব - সমাজ তাদের ক্যারিয়ার গড়ছেন। কেউ বিজনেস করে অথবা কেউ ফেসবুক মার্কেটিং কাজে নিজেকে যুক্ত করে। পুজি অল্প হক বা বিনা পুজিতে এ ব্যবসা করা যায়। তাছাড়া ব্যবসা পরিচালনা করতে পারবেন ঘরে বসে, কোন দোকানঘরের প্রয়োজন নেই।এফ কমার্সের সফলতা নির্ভর করে মার্কেটিং বিষয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কত টা পারদর্শী আপনি। আপনি যদি ফেসবুক মার্কেটিং আয়াত্ত করেন তাহলে আপনি নিজের ব্যবসা নিজে পরিচালনা করতে পারবেন।
You may like -
- ইউ-আই ইউ এক্স কি এবং বর্তমানে ইউ-আই ইউ এক্স এর মার্কেটপ্লেস এর চাহিদা
- নন ডিজাইনারদের কাছে ক্যানভা কেন এতো জনপ্রিয় ?
- কিভাবে হবেন একজন সফল ফ্রিল্যান্সার?
- কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি প্রফেশনাল ব্লগ লিখবেন?