মানুষ আদিকাল হতে লেখার মাধ্যমে নিজের বিভিন্ন উপায়ে মনের ভাব চিন্তা ধারা ক্রিয়েটিভিতে প্রকাশ করে আসছে।
তবে বর্তমানে আর মাটি বা পাথরের উপর লিখে কেউ নিজের ভাব প্রকাশ করে না। পর্যায়ক্রমে লেখা কে আরো আকর্ষণীয় করতে কালো কালি বা বিভিন্ন রংয়ের ব্যবহার শুরু হয়েছে। লেখাকে আরো আকর্ষণীয় এবং দৃষ্টি আকর্ষণীয় করে তোলা যেন প্রত্যেক ডিজাইনারদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে লেখাকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে
থ্রিডি টেক্সট ইফেক্ট একটি বড় হাতিয়ার বলা চলে।
আপনি যদি একজন দক্ষ ডিজাইনার বা অ্যানিমেটর হতে চান তাহলে প্রথমেই আপনাকে থ্রিডি ট্যাক্স ইফেক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।এছাড়াও থ্রিডি ট্যাক্স ইফেক্ট, ওয়েব ডিজাইন জগতের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজাইন গুলোর মধ্যে একটি। থ্রিডি অ্যানিমেশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিডিও গেম চলচ্চিত্র চিত্র স্থাপনা এবং বিজ্ঞাপন তৈরির জন্য থ্রিডি ট্যাক্স এফেক্ট ব্যবহার করা হয়।
থ্রিডি টেক্সট ইফেক্ট এর যথাযথ ব্যবহার এবং কার্যকরী গাইডলাইন দিতে Banglademy - বাংলাডেমি আপনাকে অফার করছে ফয়েজ আহমেদ কাউসার স্যারের থ্রিডি টেক্সট ইফেক্ট মাস্টার ক্লাস সিরিজ।
এই কোর্সের মাধ্যমে আপনি বেসিক ডিজাইন থেকে শুরু করে এডভান্স পর্যন্ত শিখতে পারবেন। আপনি একটি টেক থ্রিডি ইফেক্ট কনভার্ট ফটোশপ ব্যবহার করেছে যে ডিজাইন করা ইলাস্ট্রেটর ব্যবহার করেছি যে ডিজাইন করা ডিজাইন আইডিয়া এবং থ্রিডি ডিজাইন মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত আলোচনা পাচ্ছেন এই কোর্সটির মাধ্যমে।
3D Text Effect Master Class