মাষ্টার ইন সোশ্যাল মিডিয়া ডিজাইন কোর্স
এই কোর্সটি করতে অব্যশই আপনার বেসিক ফটোশপ সম্পর্কে বিস্তারিত জানতে হবে
সিক্রেট গ্রুপে জয়েন করতে এইখানে ক্লিক করুন
আমাদের সকাল ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া প্রতিটা ক্ষেতেই সোশ্যাল মিডিয়া ব্যবহার রয়েছে যেইটার প্রতি আমরা এক প্রকার নির্ভরশীল বলা যায় । এইতো বেশি দিন না অল্প কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়া ব্যবহার তত ছিল না ছিল না অনলাইন ভিত্তিক বিজনেস এর এত বেশি প্রচারণ । করোনা এই মহামারিতে আমরা অনেক কিছু শিখেছি এনালগ থেকে ডিজিটাল হয়েছি তার পাশাপাশি প্রায় সব বিজনেস এখন অনলাইন হয়েছে সবাই তাদের বিজনেস বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে প্রোমোশন করছে , এই ক্ষেত্রে তাদের প্রতিটি ক্ষেত্রেই ডিজাইন এর প্রয়োজন পরে , কোম্পানির প্রসার অথবা পোডাক্ট প্রোমোশন বা কোন এনাউন্সমেন্ট এর জন্য যেই ডিজাইন গুলো আমরা সোশ্যাল মিডিয়া তে দেওয়ার জন্য করি তাকে সহজ ভাষায় সোশ্যাল মিডিয়া ডিজাইন বলে ।
একটু আগেই বলছিলাম বিজনেস গুলো সব অনলাইন হচ্ছে তাদের ডিজাইন এর চাহিদা বাড়ছে এই ক্ষেত্রে যারা গ্রাফিক ডিজাইন বেসিক জানেন যারা ফটোশপ এর বেসিক জানেন তারা যে কেও চাইলেই আমার এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি তে একদম সোশ্যাল মিডিয়া ডিজাইন এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়েছে , ডিজাইন আইডিয়া থেকে শুরু করে এলিমেন্ট কালেকশন সেই এলিমেণ্ট দিয়ে সম্পূর্ণ ডিজাইন সব কিছুই থাকছে আমার এই কোর্সটিতে । এই ছাড়াও ক্যারিয়ার গাইডলাইন রিলেটেড লাইভ ক্লাস এবং ডিজাইন রিভিউ সেশন থাকবে যারা আমার এই কোর্সটি পার্সেচ করবে তাদের জন্য । থাকবে আমার কালেকশন করা হাজার হাজার এলিমেন্ট যা দিয়ে আপনারা সহজেই সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন । এই কোর্সটি করলে আপনি নিজেকে একজন সোশ্যাল মিডিয়া ডিজাইন হিসেবে তৈরি করে ফ্রিল্যাসিং অথবা জব করতে পারবেন । এই ছাড়া আমার কাছে বিভিন্ন কোম্পানির বা অনেক ক্লাইন্ট আসে সময় এর অভাবে কাজ করা সম্ভব হয় না সেই কাজ গুলো আমি আপনাদের রেফার করবো এতে করে আপনারা স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি আর্থিক ভাবে স্বাভলম্বী হতে পারবেন ।
Master In Social Media Design । A complete solution for design