লিড জেনারেশন কি?
লিড মানে হচ্ছে সম্ভাব্য ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার ইনফরমেশন। আর কোন প্রোডাক্টের সম্ভাব্য ক্রেতা খোজে বের করাই হচ্ছে লিড জেনারেশন। লিডস জেনারেশন হচ্ছে কোন প্রোডাক্টের বিপনন বা মার্কেটিং করার জন্য যে প্রক্রিয়া গুলো অবলম্বন করা হয় তাকে লিড জেনারেশন বলা হয়। যেমন : বায়ারের নির্দেশ মোতাবেক কোন প্রোডাক্ট সেল বা বিক্রির জন্য কোন কোম্পানীর নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নম্বার, ইমেইল এড্রেস, ওয়েবসাইট এড্রেস, সোসাল লিংক ইত্যাদি কালেক্ট করে প্রোভাইড করাই হচ্ছে লিডস জেনারেশন। সহজ কথায় বলা যায় কাঙ্খিত প্রোডাক্ট সেল করার জন্য টার্গেটকৃত প্রতিটি তথ্যই এক একটি লিডস। আর কোন কোম্পানী বা হোলসেলার বা টার্গেটকৃত ব্যক্তির তথ্য কালেক্ট করা বা খোজে বের করাই হচ্ছে লিড জেনারেশন।
লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়?
অনলাইন মার্কেটপ্লেস গুলোয় চেক করলে আমরা লিড জেনারেশন নিয়ে অনেক জব পোস্ট বা গিগ দেখতে পাই। সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তারা শুধু লিড জেনারেশন করে মাসে ১০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত আয় করছে, এ কাজ অপেক্ষাকৃত সহজ হওয়ায় মার্কেটে অনেক কম্পিটিশন থাকে। কিন্তু তারপরেও এক্সপার্ট কিছু মানুষ আছে যারা এর দ্বারা অনেক স্মার্ট এমাউন্ট আয় করছে। লিড জেনারেশন এর ইনকাম ডিপেন্ড করে লিড এর সংখ্যার ওপর। কোন কোন প্রোজেক্ট এর জন্য ক্লাইন্ট ১ কে ডলার পর্যন্ত খরচ করে। তবে একবারে নিম্ন থেকে যদি অ্যাভারেজ হিসেব করা হয় তাহলে ৫০ ডলার থেকে শুরু করে ১ হাজার ডলার পর্যন্ত আয় করার সম্ভাবনা থাকে। অতএব বলা যায় শুধু লিড জেনারেশন করার মাধ্যমে অনেক ভালো ইনকাম করা সম্ভব।
লিড জেনারেশনের ভবিষ্যৎ কি?
২১ শতক থেকে পৃথিবীব্যাপী তথ্য নিয়ে সংগ্রাম শুরু হবে, অর্থাৎ আমরা আগে থেকেই বুঝতে পারছি তথ্য কতোটা গুরুত্বপূর্ণ, সে দিক থেকে বিচার করলে লিড জেনারেশন কখনো বন্ধ হবে না। যতদিন পর্যন্ত বিজনেস বেঁচে থাকবে ততদিন পর্যন্ত লিড প্রয়োজন পরবে।একটি কোম্পানি বা প্রোডাক্ট কে এগিয়ে নিতে এবং সফল ভাবে এর মার্কেটিং করতে লিড এর কোন বিকল্প নেই। ভবিষ্যতে এই লিড জেনারেশনের জন্য আধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার বাড়বে। মোটকথা লিড জেনারেশনের চাহিদা দিন দিন বাড়বে কমবে না। লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমানে কোন বিজনেস সামনে এগিয়ে নিতে লিড অনেক ভালো গুরুত্ব রাখে। এই পদ্ধতি ব্যবহারের কারনে পণ্য খুব সহজে এবং ঝামেলাহীন ভাবে কাস্টমারের কাছে পৌঁছায়।
লিড জেনারেশন কে বলা হয় ব্যবসার প্রান যত শক্তিশালী লিড তত সেল বৃদ্ধি পায়। বর্তমানে লিড জেনারাটর চাহিদা বেড়ে চলছে। মার্কেটপ্লেস গুলোতে প্রবেশ করলে দেখা যায় যে কি পরিমান কাজ রয়েছে লিড জেনারেশন এর উপরে। শুধুমাত্র লিড জেনারেশন সার্ভিস সেল করে একজন ফ্রিল্যান্সার মাসে কমপক্ষে এক হাজার ডলার থেকে দেড় হাজার ডলার খুব সহজেই উপার্জন করতে পারেন। উপার্জন করা নির্ভর করে সম্পূর্ণ স্কিল এর উপরে, যে যত বেশি স্কিলফুল তার তত বেশি উপার্জন।এখনকার সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন অন্যতম আয়ের মাধ্যম বা জবের মাধ্যম হয়ে উঠেছে লিড জেনারেশন।বর্তমানে শুধুমাত্র বিশ্বে নয় বাংলাদেশেও লিড জেনারেশন এর অনেক চাহিদা রয়েছে।
“লিড জেনারেশন ” এর বিস্তারিত নিয়ে বাংলাডেমি নিয়ে এসেছে “লিড জেনারেশন লিষ্ট বিল্ডিং ইজি” সিরিজ টিউটোরিয়াল মাস্টারকোর্স। কোর্সটিতে ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন লিড জেনারেশন এক্সপার্ট রিমানা জামান ম্যাম।
কোর্সটিতে থাকছে -
লিড জেনারেশন বর্তমান সময়ে একটি চাহিদাপূর্ন স্কিল। অনলাইনে মাধ্যমে বিভিন্ন বিষয়ে সার্চ করে একজায়গায় তথ্য সংগ্রহ করে অনায়সে লিড জেনারেশন কাজ শিখতে পারবেন। বিশষ করে কম্পিউটার এর বেসিক নলেজ আছে এবং আপনি অনলাইন থেকে আয় করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। লীড জেনারেশন লিষ্ট বিল্ডিং ইজি কোর্সটিতে আপনি এবেকারে বেসিক থেকে শিখতে পারবেন। সাথে থাকছে মার্কেটপ্লেসে কাজ করার পূর্নাঙ্গ গাইডলাইন।
Lead Generation List Building Easy