0

ইউ-আই ইউ এক্স কি এবং বর্তমানে ইউ-আই ইউ এক্স এর মার্কেটপ্লেস এর চাহিদা

ইউ এক্স ডিজাইন হচ্ছে কোনো প্রোডাক্ট, সার্ভিস বা সিস্টেম কে এমন ভাবে সাজানো যেন তার ব্যাবহারকারী বা ইউজার তার গোল বা গন্তব্যে সবচেয়ে সহজ ও সুন্দর ভাবে কোনো দ্বিধাদন্দে না ভুগেই পৌছাতে পারে। বা এক কথায় বললে, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন হচ্ছে কোনো প্রোডাক্ট, সার্ভিস বা সিস্টেম ব্যবহার এ ব্যবহারকারীর অভিজ্ঞতার নকশা।


অনেকেই মনে করতে পারেন যে, শুধুমাত্র ফটোশপ , ইলাস্ট্রেটর বা যেকোনো ইডিটিং টুল এ ইউ আই (User Interface — UI) বা ভিজুয়াল (Visual) ডিজাইন কেই ইউ এক্স ডিজাইন বলা হয়। ধারনা টি আসলে সম্পুর্ণ ভুল! শুধু মাত্র বিভিন্ন টুল ব্যবহার করে UI বা ভিজুয়াল ডিজাইন কেই ইউ এক্স ডিজাইন বলা হয়না। UI হচ্ছে UX এর একটি অংশ মাত্র। আবার অনেকে নিজেকে UI/UX Designer ও বলে থাকেন। এই কথা টিও ভুল! যদি UI অংশটি ইউএক্স এর একটি পার্ট হয়ে থাকে তাহলে UI/UX ডিজাইনার কিভাবে হয়? বলা উচিত শুধু UX Designer. অন্যদিকে বর্তমানে শুধু UI নিয়েও কাজ করেন অনেকে, তাদের কে UI Designer বলা হয়ে থাকে।



ইউ এক্স এর ফিল্ড এ অনেক ধরনের জব রোল হয়ে থাকে। তবে বাংলাদেশ সহ পুরো বিশ্বে বর্তমানে যেই সব রোল গুলোতে ইউ এক্স প্রফেশনালরা সবচেয়ে বেশি কাজ করে থাকে তা হচ্ছে নিম্নরুপঃ


  • User Interface (UI) Designer:

  • UX or Product Designer:

  • Interaction Designer (IxD)


এছাড়াও বিশ্বব্যাপী বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি তে ইউএক্স ফিল্ড এ অনেক রকম জব টাইপ প্রচলিত আছে।


You may like -





You may also like:

- ডিজিটাল মার্কেটিং কি? বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা

- নন ডিজাইনারদের কাছে ক্যানভা কেন এতো জনপ্রিয় ?

- এফ-কমার্স মার্কেটিং কি? মার্কেটপ্লেসে এফ-কমার্স মার্কেটিং এর গুরুত্ব

- কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি প্রফেশনাল ব্লগ লিখবেন?

Shopping Cart

Loading...